নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। মঙ্গলবারও ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী। এদিন সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। বায়ুদূষণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজধানীর বাসিন্দাদের। দূষণের কবলে উত্তর প্রদেশও, তাজনগরী আগ্রায় এদিন সকালে ধোঁয়াশার পাশাপাশি কুয়াশার হালকা আস্তরণও ছিল।
দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৩, যা মন্দ পর্যায়ে পড়ে। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায় দিল্লিতে। তবে, দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি এদিনও। ভোরের দিকে ধীরে গতিতে চলাচল করেছে ট্রেন।