Country

4 months ago

Indian Railway: রেললাইনে রাখা সিলিন্ডার! অল্পের জন্য রক্ষা পেল কালিন্দি এক্সপ্রেস, তদন্তে রেল

Kalindi Express(Symbolic Picture)
Kalindi Express(Symbolic Picture)

 

কানপুর, ৯ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের কানপুরের কাছে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল কালিন্দি এক্সপ্রেস। রেললাইনের ওপর রাখা সিলিন্ডারে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সিলিন্ডার ৫০ মিটার দূরে ছিটকে যায়। উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল ওই ট্রেনটি। যাত্রাপথে কানপুরের কাছে রেললাইনের উপরে রাখা সিলিন্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই ট্রেনের। লাইনের উপরে কে বা কারা সিলিন্ডার বসিয়ে রাখল, তা এখনও স্পষ্ট নয়। ট্রেনের ধাক্কায় সিলিন্ডারটি ছিটকে ৫০ মিটার দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক।

রবিবার রাত তখন ৮টা হবে, সিলিন্ডারের সঙ্গে সংঘর্ষের পর কানপুরের কাছে ২০ মিনিট দাঁড়িয়েছিল কালিন্দি এক্সপ্রেস। ঘটনার পরেই চালক রেলপুলিশ এবং রেল আধিকারিকদের খবর দেন। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। দেখা যায়, রেললাইনের ওপর একটি বোতলে পেট্রোল জাতীয় তরল রাখা। সঙ্গে রয়েছে দেশলাই বাক্সও। নিকটবর্তী ঝোপে কয়েক জনের বসে থাকার প্রমাণও মিলেছে। এই ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। কানপুরে কিছু ক্ষণ অপেক্ষার পর ভিওয়ানির দিকে আবার রওনা দেয় কালিন্দি এক্সপ্রেস। আতঙ্ক নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা।

You might also like!