Country

8 months ago

Chandrababu Naidu:বিজেপি সরকারের ভূয়সী প্রশংসায় চন্দ্রবাবু, জোট-সমর্থন নিয়ে স্পষ্ট করলেন অবস্থান

Chandrababu Naidu
Chandrababu Naidu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফলাফল প্রকাশের পরদিনই কেন্দ্রে সরকার গঠনে নিজের দলের অবস্থান স্পষ্ট করলেন তেলুগু দিশম পার্টি তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সরাসরি জানিয়ে দিলেন এনডিএর সঙ্গে থাকছেন তিনি ৷ জোটের সঙ্গে বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাবেন ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, "রাজনীতিতে কেউই স্থায়ী নয় ৷ দেশ, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলি চিরন্তন ৷ রাজনৈতিক দলগুলি যদি সঠিকভাবে কাজ করে তাহলে জনগণ আবার তাদের সমর্থন করবে ৷" তবে এই বৈঠকে তিনি ওয়াইএসআরসিপি ও তার সুপ্রিমো জগনমোহন রেড্ডিকে কটাক্ষ করেছেন তিনি ৷

তবে লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়া নিয়ে চন্দ্রবাবুর বক্তব্য,"এমন ঐতিহাসিক নির্বাচন আগে দেখিনি ৷ প্রতিবেশী রাজ্যে কাজ করতে যাওয়া লোকজনও এসে ভোট দিয়েছেন ৷ এটি এমন একটি নির্বাচন যা তেলুগু দিশম পার্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার মতো ৷ 1983 সালে এনটিআর (এনটি রামা রাও) 200টি আসন জিতে দল গঠন করেছিলেন ৷ আজ আবারও অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে ৷ গণতন্ত্রে বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার হওয়া উচিত ৷"

অন্যদিকে, এনডিএ-র বিরাট জয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়,"আমি মাথা নত করছি এবং মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এই পাঁচ বছরের মতো সরকার কখনও দেখিনি ৷ আমরা দেখেছি কীভাবে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ জনগণের জয় হওয়া উচিত ৷ আমাদের লক্ষ্য রাষ্ট্রের পাশে দাঁড়ানো ৷"

তিনি জনসেনা প্রধান তথা অবিনেতা পবন কল্যাণকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে এবার জনসেনা ও বিজেপির সঙ্গে জোটে ছিল টিডিপি ৷ লোকসভা নির্বাচনে টিডিপি 16টি আসন জিতেছে ৷


You might also like!