নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানখড় মঙ্গলবার সংসদ ভবনে দুই নবনির্বাচিত রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস এবং রাজীব ভট্টাচার্যকে শপথবাক্য পাঠ করান।
চেয়ারম্যান ধানখড় বলেন যে নবনির্বাচিত সদস্যদের জন্য সংসদের শপথ গ্রহণের বিধান এবং পদ্ধতি সংবিধানের ৯৯ অনুচ্ছেদে বর্ণিত আছে। সদস্যদের সেই অনুযায়ী শপথ নিতে হয়। তিনি সদস্যদের সংশ্লিষ্ট বিধান ও পদ্ধতি অনুসরণ করার অনুরোধ জানান।