শিমলা, ৪ জুন : হিমাচল প্রদেশে ক্লিন সুইপ করতে চলেছে বিজেপি। হিমাচল প্রদেশের কাংড়া, মান্ডি, হামিরপুর ও শিমলা লোকসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বড় জয়ের পথে হামিরপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুর, মান্ডিতে জয়ের পথে কঙ্গনা রানাউত।
দুপুর একটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামিরপুরে ১৫৪১০২ ভোটের ব্যবধানে এগিয়ে অনুরাগ ঠাকুর, কঙ্গনা রানাউত এগিয়ে ৬৯৩৩৫ ভোটের ব্যবধানে, কাংড়া আসনে এগিয়ে রাজীব ভরদ্বাজ এবং শিমলায় এগিয়ে আছেন সুরেশ কুমার কাশ্যপ।