দেরাদুন, ১৪ সেপ্টেম্বর: বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টিপাতের জেরে পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে বদ্রীনাথ হাইওয়ে। চামোলি পুলিশ জানিয়েছে, লাম্বাগড়, নন্দপ্রয়াগ, সোনালা এবং ব্যারেজ কুঞ্জে অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। সাকোট-নন্দপ্রয়াগের মধ্যে ঘুরিয়ে দেওয়া রুটও অবরুদ্ধ করা হয়েছে।
নন্দপ্রয়াগ-কোথিয়ালসাইন বিকল্প রাস্তা ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের আরও অনেক স্থানে বৃষ্টির জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।