Country

1 year ago

Kokernag operation in Anantnag: কোকেরনাগে সপ্তম দিনে পড়ল এনকাউন্টার, মাঝেমধ্যেই শোনা যাচ্ছে গুলির শব্দ

At Kokernag, the encounter took place on the seventh day
At Kokernag, the encounter took place on the seventh day

 

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে মঙ্গলবার সপ্তম দিনে পড়ল এনকাউন্টার। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে কোকেরনাগের বনাঞ্চলে জঙ্গিদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী।

মঙ্গলবারও গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে সুরক্ষা বাহিনীর অভিযান জারি ছিল। মাঝেমধ্যেই গুলির শব্দও শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গিরা পালিয়েছে। আবার মনে করা হচ্ছে, জঙ্গিরা পালিয়ে যেতে পারেনি। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক এনকাউন্টারে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন দু'জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই এনকাউন্টারে জখম হয়েছিলেন আরও একজন জওয়ান, গত শুক্রবার তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


You might also like!