Howrah Violence | জল নেওয়া নিয়ে হাওড়ায় দুই পরিবারে রণক্ষেত্র, লাঠি নিয়ে প্রকাশ্যে মারামারি
কলে জল নেওয়ার নিয়ে এলাকার দুই পরিবারে গন্ডগোলে উত্তাল হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল প্রতাপপুরে। প্রকাশ্যে লাঠি নিয়ে দুই পরিবারের মারামরি। আহত দুই পক্ষের ৬ জন। দুই পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের। মারমারী ভিডিও ভাইরাল। দুই আহত ভর্তি হাসপাতালে।