দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের পালটা প্রত্যাঘাতের পথে কাপুরুষ পাকিস্তান! আকাশপথে অসামরিক বিমানকে ঢাল করে হামলা এড়ানোর চেষ্টা, সেনার তরফে ছবি-সহ জবাব। ভারতীয় সেনার পালটা প্রত্যাঘাতের ভয়ে কাপুরুষতার আশ্রয় নিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে সীমান্তে একের পর এক ড্রোন হামলার ঘটনার পর, ভারতীয় সেনা জানায়—পাকিস্তান ইচ্ছাকৃতভাবে করাচি ও লাহোরের মাঝখানের আকাশপথ খোলা রেখেছে, যেখানে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল করছে। এই পদক্ষেপে ভারতীয় সেনার বক্তব্য, যে কোনও পালটা প্রত্যাঘাতের সময় নিরীহ যাত্রীদের প্রাণহানির সম্ভাবনা থেকে যাচ্ছে। এর ফলে ভারত চাইলেও আকাশপথে কঠিন জবাব দিতে সংকোচ বোধ করছে, কারণ ভারত কোনও ভাবেই নিরীহ নাগরিকদের ক্ষতির কারণ হতে চায় না।
ভারতীয় সেনা প্রমাণ-সহ জানায়, আকাশপথে চলা সেই বিমানের ছবিও রয়েছে তাদের হাতে। এই ছবি থেকে স্পষ্ট, পাকিস্তান আন্তর্জাতিক আইনকে বুড়োআঙ্গুল দেখিয়ে অসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গতকাল সন্ধ্যা থেকে একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট, উধমপুরের সামরিক ঘাঁটি ধ্বংস করা। ইতিমধ্যেই সব হামলা বিনষ্ট করেছে ভারতীয় সেনা বাহিনী।শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, পাকিস্তান উসকানিমূলক কাজ করলেও ভারত এখনো সংযম বজায় রেখেছে। তবে পরিস্থিতি জটিল হলে ভারত কড়া প্রতিরোধ গড়তে প্রস্তুত। তাঁরা আরও বলেন, ভারতের নিরাপত্তা ও শান্তির বার্তা বহন করে ভারতীয় সেনা, তবে প্রয়োজন হলে প্রত্যাঘাতও হবে শক্তিশালী ও সুপরিকল্পিত। সীমান্তে উত্তেজনার মাঝে এই ঘটনা একদিকে পাকিস্তানের কৌশলগত দুর্বলতা তুলে ধরছে, অন্যদিকে ভারতীয় সেনার পরিপক্কতা ও মানবিকতার প্রতিচ্ছবি হয়ে উঠছে।