১) মেষ রাশিঃ আজ অনেক কাজের সুযোগ আসবে, সবচেয়ে উপযুক্ত কাজটি আপনাকে বেছে নিতে হবে। সব কাজ ধীরে সুস্থে করুন, তাড়াহুড়ো করবেন না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং আপনাকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। লিভার বা প্যানক্রিয়াসের সমস্যায় কষ্ট পেতে পারেন।
২) বৃষ রাশিঃ কোনও মাতৃস্থানীয়া মহিলাকে নিয়ে চিন্তা বাড়বে। বাড়ি সারানো বা বাসস্থান বদলের যোগ আছে। আপনার উদ্ভাবনী শক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা আজ বড় সাফল্য এনে দেবে। গোয়েন্দা, বৈজ্ঞানিক, প্রত্নতত্ত্ববিদ ও লেখকদের জন্য আজকের দিনটি শুভ। সাবধানে রাস্তাঘাট চলাচল করুন, আঘাত পেতে পারেন।
৩) মিথুন রাশিঃ আজ তীর্থভ্রমণ হতে পারে মিথুন রাশির জাতকদের। আপনার প্রচেষ্টা বা উদ্যোগে সাফল্য লাভ হবে। সাহিত্য বা শিল্প থেকে অর্থলাভ হতে পারে এবং নিজের চেষ্টায় আপনি সফল হবেন। আধ্যাত্মিক জগতের সান্নিধ্য পাবেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি বা জমি থেকে অর্থলাভ হতে পারে।
৪) কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকরা আজ অহেতুক সমালোচনার মুখে পড়তে পারেন। আত্মীয়দের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। পেশামূলক পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। খাদ্য, বস্ত্র, পর্যটনের ব্যবসা শুভ হবে।
৫) সিংহ রাশিঃ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সমস্যায় পড়তে পারেন। ছোট ভাইয়ের থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোনও ঘটনায় অহেতুক বিভ্রান্ত হবেন না। প্রয়োজনের অতিরিক্ত চিন্তা আপনাকে বিচলিত করবে। ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। আজ পরিবারে নানা দিক থেকে টানাপোড়ন চলবে।
৬) তুলা রাশিঃ খরচ বাড়লেও তা অনায়াসে বহন করতে পারবেন। নিজের পছন্দসই খাওয়া দাওয়া করবেন এবং প্রতিভার স্বীকৃতি পাবেন। আবেগ বা হঠকারিতায় কোনও কাজ করলে তা ব্যর্থ হবে। ব্যাংক, সিকিউরিটি অফিসার, বিমান সেবিকা ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ আসতে পারে।
৭) বৃশ্চিক রাশিঃ আজ সব দিক থেকেই সামগ্রিক সাফল্য পাবেন। পরিশ্রম বাড়লেও মনে আনন্দ থাকবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোমরে আঘাত পেতে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। ব্যবসা খুব ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে।
৮) ধনু রাশিঃ দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অফিসে শত্রুরা সক্রিয় হবে। প্রেমের ক্ষেত্রে হতাশা আসতে পারে। পেশাগত ভাবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।
৯) মকর রাশিঃ কর্মক্ষেত্রে আজ উৎকন্ঠা বাড়বে। আর্টিস্ট, ইন্টিরিয়ার ডেকোরেটর ,শৌখিন কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা খুব ভালো দিন কাটাবেন। ব্যবসায়িক চুক্তি করবেন না। অতিরিক্ত চিন্তায় সংসারে অশান্তি হতে পারে। প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্তদের উন্নতি হবে।
১০) কুম্ভ রাশিঃ উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত খরচ হতে পারে। আপনার অহংকার কিছু ক্ষেত্রে অন্যদের কাছে অসহনীয় হবে। ওষুধের ব্যবসায়ীরা লাভবান হবেন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যে সমস্যা আসতে পারে। কারও প্ররোচনায় পা দেবেন না।
১১) মীন রাশিঃ আজ নেতিবাচক চিন্তা ত্যাগ করুন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো চাকরি পেতে পারেন। অফিসে অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। কোনও মহিলা আজ আপনার সঙ্গে শত্রুতা করবে। অংশীদারি ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন।
১২) কন্যা রাশিঃ চাকরিতে আজ পরিশ্রম আর উৎকণ্ঠা বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতকদের। কোনও কাজেই আজ আপনার আত্মতৃপ্তি আসবে না। প্রেম-ভালোবাসায় হতাশ হতে পারেন। অকস্মাৎ কোনও ঘটনায় অহেতুক বিভ্রান্ত হবেন না। ঋণ দেওয়া ও নেওয়া থেকে দূরে থাকুন।