Country

1 week ago

Amit Shah:জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠক অমিত শাহের

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৬ জুন : রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে।

সম্প্রতি জঙ্গি হামলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে। কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে। প্রচুর তীর্থযাত্রী আসবেন। সে কারণে প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে তার আগাম প্রস্তুতি সেরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, শাহ সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার জন্য বিস্তৃত নির্দেশিকা দিয়েছেন।

জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সেনাপ্রধান- মনোনীত লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, সিআরপিএফ-এর ডিজি অনীশ দয়াল সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের আধিকারিক আরআর সোয়াইন এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা।

You might also like!