পুরী, ২২ জুন: জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে জনারণ্য পুরীর মন্দির চত্বর। শনিবার সকাল থেকে শয়ে শয়ে ভক্তরা ভিড় জমিয়েছেন সেখানে। চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা পালিত হয়ে থাকে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির।
উল্লেখ্য, স্নান যাত্রা উপলক্ষ্যে শনিবার জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে পবিত্র স্নান স্থলে। তিন বিগ্রহকেই ঘড়া ঘড়া জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের গর্ভগৃহে। এরপর প্রথা অনুসারে এক পক্ষকাল জগন্নাথ দেব দর্শন বন্ধ রাখা হবে। পক্ষকাল শেষে আগামী ৭ জুলাই হবে রথযাত্রা। জগন্নাথ বলরাম ও সুভদ্রা, সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যাবেন।