Country

2 weeks ago

Priyanka Gandhi:অমেঠি না রায়বরেলি?রাহুল-প্রিয়াঙ্কার সামনে কঠিন লড়াই

Priyanka Gandhi
Priyanka Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা গান্ধী। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে। জল্পনার মাঝে জানা যাচ্ছে, হাইপ্রোফাইল অমেঠি এবং রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে এবার দূরত্ব বজায় রাখবেন গান্ধী ভাইবোন।

বিজেপি শিবির থেকে বিশেষত আমেঠির পদ্ম প্রার্থী স্মৃতি ইরানি প্রচার করছেন, এখানে পাঙ্গা নেওয়ার হিম্মত কংগ্রেসের প্রাক্তন সভাপতির নেই। আর তাতেই কংগ্রেস হাইকমান্ডের নেতারা রাহুলকেই সামনের দিকে ঠেলে দিতে চাইছেন। অন্যদিকে, রায়বেরলি কেন্দ্র থেকে খোদ সনিয়া গান্ধী স্বাস্থ্যের কারণে সরে দাঁড়ানোয় এই কেন্দ্রটিও শূন্য ঝুলে রয়েছে।

প্রিয়ঙ্কা মুখে মোদী বিরোধী বুলি আউড়ালেও প্রত্যক্ষ যুদ্ধে মুখোমুখি হতে চাইছেন না। দলীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন আগেই কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে আমেঠি ও রায়বেরলি থেকে না দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন দুই ভাইবোনই।

কিন্তু, কংগ্রেসের কাছে ইজ্জত কা সওয়াল হয়ে গিয়েছে আমেঠি ও রায়বেরলি। তাই আগামী ২ ও ৩ এপ্রিলের মধ্যেই আমেঠিতে যাবেন রাহুল গান্ধী, এমনই সূত্র মারফত জানা গিয়েছে। ৩ এপ্রিলই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

রায়বেরলি নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা না গেলেও রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছে, প্রিয়ঙ্কার স্বামী তথা সনিয়ার জামাইকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হতে পারে। যদিও রবার্ট বঢড়াকে নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনেকেরই আপত্তি আছে। কারণ, প্রথমত তিনি সরাসরি গান্ধী পরিবারের কেউ নন। দ্বিতীয়ত তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশ, হরিয়ানাসহ একাধিক জায়গায় জমি সংক্রান্ত অভিযোগ, আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। ফলে রবার্টকে প্রার্থী করলে ভোটের আগেই পরাজয় নিশ্চিত বলে ধারণা অনেক কংগ্রেস নেতার। সেক্ষেত্রে শ্যাম ও কুল দুইই হারাতে হবে দলকে।

আমেঠি নিয়ে নেতৃত্ব চাপ দিলেও খোদ রাহুলের এই কেন্দ্রে জয় নিয়ে সংশয় আছে বলে বৈঠকে মতপ্রকাশ করেছিলেন তিনি। আবার ওয়ানাড় এবং আমেঠি দুই কেন্দ্র থেকেই জিতলে যে কোনও আসন ছাড়তে হবে তাঁকে। তা নিয়েও দ্বিধায় রয়েছেন সনিয়াপুত্র। দক্ষিণে যেহেতু কংগ্রেসের শক্ত ঘাঁটি আছে, সেহেতু ওয়ানাড়কে বিসর্জন দিলে তা আত্মহননের শামিল হতে পারে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে সরকার গঠনের স্বপ্ন দেখা কংগ্রেস ওয়ানাড়কে হাতছাড়া করতে নারাজ।

হাতে গোনা মাত্র কয়েকটি দিনের মধ্যে মনোনয়ন জমা দিয়ে প্রচার সেরে সারা বছর ধরে ভোটের কাজ করা বিজেপিকে পাঙ্গা নেওয়া যে ছেলের হাতের মোয়া নয়, তা বেশ বুঝতে পারছে কংগ্রেস শিবির। কিন্তু, দোদুল্যমানতার এই নৌকায় আর কতদিন হাত গুটিয়ে বসে থাকলে চলবে। সে প্রশ্নের উত্তরের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।


You might also like!