kolkata

1 week ago

SLST Job Seeker:অকালমৃত্যু তরুণ SLST আন্দোলনকারীর,শহীদ মিনারে মৌন মিছিল

Untimely death of SLST activist
Untimely death of SLST activist

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ইমরান হোসেন রবিবার আচমকাই মারা গেলেন। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তাঁর পরিবার ও বন্ধুমহলের দাবি, ভ্যাপসা গরমের জেরেই রবিবার দুপুরে মারা যান তিনি। যদিও এ দিন গরম অন্যান্য দিনের তুলনায় কিছুটা কমই ছিল। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অনেকে। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে ইমরানের বাড়ির উদ্দেশে রওনাও দেন।

গত প্রায় চার বছর ধরে এসএসসি পরীক্ষার দাবিতে আন্দোলন চালাচ্ছে নিউ এসএলএসটি মঞ্চ। ২০২০ সাল থেকে যার নেতৃত্বে ছিলেন ইমরান। দিনের পর দিন নিয়োগের দাবিতে শহীদ মিনারের মঞ্চে আন্দোলনে বসেছেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে শে‌ষ বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। তার পরে কেটে গিয়েছে সাড়ে সাত বছরের বেশি সময়। ২০২২ সালের ৫ মে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে। কিন্তু তার পরেও কেটে গিয়েছে দু’বছর। এখনও নতুন এসএসসি পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই ইমরানের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, ইমরানের মৃত্যুর দায় রাজ্য সরকারের। মানসিক যন্ত্রণার কারণেই ব্রেইন স্ট্রোকে তিনি মারা গেছেন।

ইমরানের মৃত্যুতে সোমবার শহীদ মিনারের পাদদেশে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অন্যান্য আন্দোলনকারীরা। তরুণের ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকলে। এরপর আন্দোলনকারীরা শহীদ মিনার প্রাঙ্গণে মৌন মিছিল করেন।


You might also like!