kolkata

1 week ago

Mamata Banerjee :ডেউচা পাচামিতে এক লক্ষ চাকরির স্বপ্ন দেখালেন মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

বীরভূম, ৬ মে : ‘‘বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের শস্য দেন তা-ই দিয়ে আমরা জীবনধারণ করি। আগামী দিনে ডেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়েদের চাকরি হবে। কোনও ঘরে বেকার থাকবে না। এটা আপনাদের গর্ব।’’ সোমবার জনসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘‘তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’’

মমতা বলেন, ‘‘ন’কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে ৩২ কোটি টাকা লাগে। এই সব টাকা আমরা দিয়েছি। দু’বছর ধরে একটা টাকাও দেয়নি কেন্দ্র। ভেবেছিল আমরা রেশনটা বন্ধ করে দেব, কিন্তু আমরা তা করিনি।’’

বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শতাব্দী। এ বার বিজেপি তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে। সাঁইথিয়া মেলা মাঠে মমতার এদিনের এই জনসভার আয়োজন করা হয়। শতাব্দীর সমর্থনে আগেও বীরভূমে প্রচারসভা করেছেন মমতা।


You might also like!