West Bengal

1 week ago

Rain Alert: দু' ঘণ্টা পরই বৃষ্টি! সঙ্গে থাকবে তীব্র ঝোড়ো হাওয়া, রইল আপডেট

Rain Alert (File Picture)
Rain Alert (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের দুই জেলায়। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা।

সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস । গতিবেগ ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দিঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। রাজ্যে আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

You might also like!