Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Cooking

1 year ago

Mother's Day Menu: মাতৃদিবস উদযাপন হোক দাক্ষিণাত্যের ঘরোয়া মেনুতেই! পাতে কী কী থাকছে?

Let's celebrate mother's day in Deccan home menu!
Let's celebrate mother's day in Deccan home menu!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মায়ের কোলে নিশ্চিন্তের আশ্রয়। মায়ের কাছেই সব নালিশ। মায়ের আবার আলাদা করে দিন হয় নাকি? না, তা হয় না। কিন্তু সবচেয়ে কাছের মানুষকে স্পেশাল ফিল করানোর যদি একটা সুযোগ থাকে। তাহলে ক্ষতি তো কিছু নেই! সামনেই মাদার্স ডে (Mother’s Day) অর্থাৎ মাতৃদিবস। এমন দিয়ে মাকে প্যাম্পার আপনিই করুন। দক্ষিণ কলকাতার টার্মারিন্ড রেস্তরাঁ এই উপলক্ষ্যেই নিয়ে এসেছে স্পেশাল মেনু।

বাঙালি কিন্তু খাবারের বিষয়ে খোলামেলা মেজাজের। উত্তর ভারতের কাবাবেও তাঁর আপত্তি নেই, আবার দক্ষিণ ভারতের মালাবার চিকেনও চেটেপুটে খায়। এই কথা মাথায় রেখেই টার্মারিন্ড এবারে মাতৃদিবসের মেনুতে পরিবেশন করছে দাক্ষিণাত্যের খাবার। বিশেষত্ব একটাই, একেবারে ঘরোয়া স্বাদের খাবার। ঠিক যেন মায়ের হাতের রান্নার ছোঁয়া। কী কী থাকছে তাতে?

আপনার মা যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে পেয়ে যাবেন কেরালা স্টাইল ফিশ কারি। যদি মাটন পছন্দ হয় তাহলে পাবেন মাটন উপ্পুকারি, মাটন স্টু। ধোঁয়া ওঠা সাদা ভাতের সঙ্গে উপ্পুকারি নিয়ে নেবেন। আর স্টুর সঙ্গে থাকছে আপ্পম। লেমন রাইসের সঙ্গে মাটন চেট্টিনাটও পেয়ে যাবেন। চিকেন ডিসও থাকছে টার্মারিন্ডের মেনুতে। চাইলে করিয়েন্ডার রাইসের সঙ্গে মালাবার চিকেন ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও থাকছে মীন পোল্লিচাটু।

মে মাসের ১২ তারিখ মাতৃদিবস। সেদিন আবার রবিবার। সেদিনই চলে যেতে পারেন শরৎ বোস রোডের টার্মারিন্ডে। দেশপ্রিয় পার্কের ঠিক উলটো দিকে। চাইলে তার আগের দিন অর্থাৎ শনিবারও যেতে পারেন। সেদিনও থাকবে মাদার্স ডে স্পেশাল এই মেনু। সময় বেলা বারোটা থেকে রাত দশটা।


You might also like!