Breaking News
 
Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও

 

Travel

1 year ago

Gautameshwar Temple: জীবনে পাপের বোঝা বাড়িয়ে ফেলেছেন? এই মন্দিরে পাবেন পুণ্যের সার্টিফিকেট

Gautameshwar Temple
Gautameshwar Temple

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপুণ্যের সুখকর ফল ভোগ করার চেয়েও পাপের শাস্তি পাওয়ার ভয় মানুষের অনেক বেশি। পাপের কালিমা ধুয়ে নিজেকে পরিশুদ্ধ করে তোলার আশায় বিভিন্ন পথ অবলম্বন করে থাকেন মানুষ। বিভিন্ন নদী, জলাশয়ে স্নান করা, মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে নিজ নিজ বিশ্বাসে বহু আচার মেনে চলতে দেখা যায় ভক্তদের। আর, সেই আচার পালন করলে যে সত্যি সত্যি পাপ- খণ্ডন করার লিখিত সার্টিফিকেট পাওয়া যাবে, তা অবশ্য অনেকটাই বেশি নিশ্চিন্ত করছে ধর্মপ্রাণ তীর্থযাত্রীদের।

রাজস্থানের এক মন্দিরে ভক্তদের রীতিমতো পাপ থেকে মুক্ত হওয়ার শংসাপত্র দেওয়া শুরু হয়েছে। পাপ খণ্ডন করতে ভক্তদের খরচও খুব বেশি নয়, মাত্র ১২ টাকা। এইটুকু অর্থ খরচ করেই সেই মন্দির থেকে পেয়ে যেতে পারেন পাপ খন্ডনের অভিনব শংসাপত্র।

রাজস্থানের প্রতাপগড়ে রয়েছে গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ। কয়েক শতক ধরেই তীর্থক্ষেত্র হিসাবে এই মন্দির বেশ জনপ্রিয়। ‘আদিবাসীদের হরিদ্বার’ হিসাবেও অভিহিত করা হয় এই মন্দিরকে। এটির মধ্যে রয়েছে একটি জলাশয়, যার নাম ‘মন্দাকিনী পাপ মোচিনী গঙ্গা কুণ্ড’। সেখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে গিয়ে পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। মন্দিরে মাত্র ১২ টাকা জমা দিয়ে জলাশয়ে স্নান করলেই দেওয়া হয় পাপ মুক্তির শংসাপত্র।

এবিষয়ে মন্দিরের এক পুরোহিতের বক্তব্য, “গ্রামবাসী এবং আশপাশের এলাকার মানুষরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এই মন্দিরে আসেন। তাঁরা পাপ মুক্তির শংসাপত্র নিয়ে যান।” আরেক পূজারীর বক্তব্য, “অনেক সময় মনের ভেতরকার পাপবোধ মানুষকে এখানে নিয়ে আসে। সব সময় যে তাঁরা খুব অপরাধ করেন, এমনটা নয়। কৃষিকাজ করতে গিয়ে অনেক সময় অনেক অনিচ্ছাকৃত প্রাণী হত্যা হয়ে যায়। কোনও সরীসৃপ বা তাঁর ডিম ফেলে দেওয়া। পোকা মেরে ফেলার মতো কাজ করেও পাপ বোধ করেন অনেকে। সেই থেকে মুক্তি পেতেও অনেকে এখানে শংসাপত্র নিতে আসেন।”

গৌতমেশ্বর মন্দির থেকে প্রত্যেক বছর প্রায় ২৫০ থেকে ৩০০টি পাপ মুক্তির শংসাপত্র দেওয়া হয়। দেশের স্বাধীনতার পর থেকেই এই রীতি চালু রয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তবে শুধু পাপ মুক্তি নয়, এই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্যেও প্রত্যেক বছর হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে।


You might also like!