Entertainment

1 week ago

Shreyas Talpade:কোভিড ভ্যাকসিনের জন্যই শ্রেয়সের হার্ট অ্যাটাক! কী জানালেন অভিনেতা

Shreyas Talpade
Shreyas Talpade

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর ডিসেম্বরের ঘটনা। শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স তলপড়ে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবন পেয়েছেন শ্রেয়স। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অভিনেতা। 

সম্প্রতি কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করে নিয়েছে, তাদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এই ভ্যাকসিনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের সম্ভাবনা রয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির দায়িত্ব ছিল সেরাম ইনস্টিটিউটের উপর। অ্যাস্ট্রোজেন এবং সেরামের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতেই নিজের হার্ট অ্যাটাক নিয়ে কথা বলতে গিয়ে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন শ্রেয়স।

অভিনেতা জানিয়েছেন, তিনি ধূমপান করেন না। কখনও কখনও মাসে একবার মদ্যপান করেন। তবে তাঁর কোলেস্টেরল একটু বেশি ছিল। যদিও চিকিৎসকেরা এমন কোলেস্টেরলের মাত্রা আজকাল স্বাভাবিক বলে জানিয়েছিলেন। কোলেস্টেরেলের জন্য নিয়মিত ওষুধ খেতেন শ্রেয়স। এছাড়া তাঁর ডায়াবেটিস, ব্লাড প্রেসারের মতো অন্য কোনও ক্রনিক রোগ ছিল না। তাহলে এত অল্প বয়সে হৃদরোগের কারণ কী হতে পারে, তা কিছুতেই বুঝতে পারছিলেন না অভিনেতা। আর এই প্রসঙ্গে করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না শ্রেয়স।  

অভিনেতা বলেন, ‘কোভিড-১৯ টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই ভ্যাকিসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার তত্ত্বে কিছুটা সত্যতা থাকলেও থাকতে পারে। হতেই পারে আমার হার্ট অ্যাটাক কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়েছে। তবে আমরা সত্যিই জানা নেই যে আমার শরীরের ভিতরে কী কারণে কী ঘটেছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। তবে কোভিড পিরিয়ডের আগে এমন ঘটনা শুনিনি।’ 

যদিও শ্রেয়স এও বলেন, "সত্যিই কোভিড -১৯ ভ্যাকসিনের কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। কারণ আমার কাছে এবিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই। তাই এনিয়ে কোনও বিবৃতি দেওয়া অর্থহীন’।।

গত বছর ১৪ ডিসেম্বর মুম্বইয়ে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর শ্যুটিংয়ের পর হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়াস। মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে এনঞ্জিওপ্লাস্টি করানো হয় অভিনেতার। বর্তমানে সুস্থ আছেন তিনি। 


You might also like!