Country

8 months ago

Jammu and Kashmir:সাম্বায় রাতের আকাশে ড্রোনের গতিবিধি, বিএসএফ গুলি করতেই উধাও

Movement of drones in the night sky in Samba, disappearing in BSF firing
Movement of drones in the night sky in Samba, disappearing in BSF firing

 

জম্মু, ১১ মে : জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের গতিবিধি থামছেই না, বরং বেড়েই চলেছে। এবার শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে এল বিএসএফ-এর, রাতের অন্ধকারে ড্রোন উড়তে দেখেই গুলি চালান বিএসএফ জওয়ানরা, এরপর ড্রোনটি পাকিস্তানের দিকে পালিয়ে যায়।

শনিবার সকালে বিএসএফ জানিয়েছে, সাম্বায় রাতের অন্ধকারে একটি ড্রোন উড়তে দেখা যায়, ড্রোনটি দেখা মাত্রই বিএসএফ জওয়ানরা কয়েক রাউন্ড গুলি চালান। কিন্তু, ড্রোনটিতে গুলি লাগেনি, সেটি পাকিস্তানের দিকে পালিয়ে যায়। তল্লাশি চালানোর পর ওই এলাকায় কিছুই পাওয়া যায়নি।


You might also like!