Country

1 year ago

BBC documentary : বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের তীব্র নিন্দা একে অ্যান্টনির ছেলে অনিলের

Anil Antony
Anil Antony

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি  : বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’-এর তীব্র সমালোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টির ছেলে অনিল অ্যান্টনি। কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে এক সাক্ষাৎকারে অনিল অ্যান্টনি বলেন, ‘শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের পরিচ্ছন্ন ভাবমূর্তিতে কালি ছেটানোর কুউদ্দেশ্য নিয়েই একাজ করা হয়েছে। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কুঠারাঘাত করেছে ওই তথ্যচিত্র। এটা স্বীকার করতেই হয়, যে বিজেপির সঙ্গে কংগ্রেস এবং আমার রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ উল্টো। তার পরেও এই তথ্যচিত্রের পক্ষ নেওয়া যাচ্ছে না।’

কংগ্রেস যেখানে গলা ফাটিয়ে এই তথ্যচিত্রের সমর্থন করছে, সেই সময় ঠিক উল্টোপথে হাঁটল দলের এক প্রবীণ নেতার ছেলে। দেশজুড়ে শোরগোল পড়ে যাওয়া বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনিল অ্যান্টনি বলেন, “আমার সঙ্গে না কংগ্রেসের কোনও সমস্যা তৈরি হয়েছে, না রাহুল গান্ধীর সঙ্গে আমার ব্যক্তিত সমস্যা হয়েছে। কিন্তু যে তথ্যচিত্র নিয়ে নানা প্রান্ত থেকে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে বলতেই হচ্ছে এটা ঠিক কাজ হয়নি। দেশে ঘটা করে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর। সেই সময় এই ধরনের একটি তথ্যচিত্রের আত্মপ্রকাশ কোনও ভাবেই সমর্থন করা যায় না। এই তথ্যচিত্র ভারতের মর্যাদাকে ভূলুন্ঠিত করেছে। আমরা কোনওভাবেই কোনও প্রতিষ্ঠান বা কোনও দেশকে ছাড়পত্র দেব না, যাদের উদ্দেশ্য হল ভারতকে খাটো করে দেখানো।”

You might also like!