Country

3 months ago

Bhagwant Mann:অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ভর্তি দিল্লির হাসপাতালে

Bhagwant Mann
Bhagwant Mann

 

চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর : হঠাৎই অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার রাতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে চিকিৎসার জন্য দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, মুখ্যমন্ত্রী মান মঙ্গলবার রাতে চণ্ডীগড় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই অসুস্থ বোধ করেন। তাঁকে প্রথমে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছন ভগবন্ত মান। এরপর থেকে তিনি দিল্লিতেই ছিলেন। ফের চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যেতে হলো দিল্লিতে।

You might also like!