Country

1 week ago

Mpox In India: মাঙ্কি পক্স নিয়ে রাজ্যকে আ্যডভাইজরি কেন্দ্রের

Mpox In India
Mpox In India

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: "এম পক্স" বা মাঙ্কি পক্স নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এই রাজ্যে এসে পৌঁছেছে সতর্কবার্তা। সেই সঙ্গে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও তা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বার সংক্রমণ। প্রধানতঃ পূর্ব আফ্রিকাতে ধরা পড়েছে। সেখানকার বিভিন্ন দেশে বুরুন্ডি, কেনিয়া, রোয়ান্ডা এবং উগান্ডাতে বাড়ছে। অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্রে যাতে না তা ছড়িয়ে পড়ে সেজন্যই আগাম সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের প্রাদুর্ভাব এর কথা জানিয়ে সতর্ক করে দেয়।

You might also like!