Breaking News
 
Kolkata Accident: রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৪ জন Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল?

 

Country

1 year ago

Shehzad Poonawala: এএপি সবচেয়ে বড় হিন্দু ও সনাতন বিরোধী দল : শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawala
Shehzad Poonawala

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বৃহস্পতিবার আক্রমণের সুরে শেহজাদ বলেছেন, আম আদমি পার্টি (এএপি) সবচেয়ে বড় হিন্দু ও সনাতন বিরোধী দল। শেহজাদ পুনাওয়ালা আরও বলেছেন, "দীপাবলির সময় আতশবাজি পোড়ানোর অনুমতি কেড়ে নেওয়া হয়েছিল, এই কারণে আমাদের আতশবাজি ছাড়াই দীপাবলি উদযাপন করতে হয়েছিল।"

শেহজাদ অভিযোগ করেছেন, "এখন তাঁরা (এএপি) চায় মানুষ ছটপুজো না করুক। তাই যমুনা নদীকে এত দূষিত করেছে। কেজরিওয়াল এবং আম আদমি পার্টি ২০২৫ সালের মধ্যে যমুনাকে এমন পরিষ্কার করতে চলেছেন যে যমুনায় হয়তো ডুব দেওয়াও সম্ভব হবে। আরে ডুব দেওয়ার কথা তো ভুলে যান, কাছে যাওয়াও সম্ভব নয়।"

You might also like!