Country

1 month ago

Shehzad Poonawala: এএপি সবচেয়ে বড় হিন্দু ও সনাতন বিরোধী দল : শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawala
Shehzad Poonawala

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বৃহস্পতিবার আক্রমণের সুরে শেহজাদ বলেছেন, আম আদমি পার্টি (এএপি) সবচেয়ে বড় হিন্দু ও সনাতন বিরোধী দল। শেহজাদ পুনাওয়ালা আরও বলেছেন, "দীপাবলির সময় আতশবাজি পোড়ানোর অনুমতি কেড়ে নেওয়া হয়েছিল, এই কারণে আমাদের আতশবাজি ছাড়াই দীপাবলি উদযাপন করতে হয়েছিল।"

শেহজাদ অভিযোগ করেছেন, "এখন তাঁরা (এএপি) চায় মানুষ ছটপুজো না করুক। তাই যমুনা নদীকে এত দূষিত করেছে। কেজরিওয়াল এবং আম আদমি পার্টি ২০২৫ সালের মধ্যে যমুনাকে এমন পরিষ্কার করতে চলেছেন যে যমুনায় হয়তো ডুব দেওয়াও সম্ভব হবে। আরে ডুব দেওয়ার কথা তো ভুলে যান, কাছে যাওয়াও সম্ভব নয়।"

You might also like!