
উত্তরকাশি, ২৯ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকই সুস্থ রয়েছেন। বুধবার সকালে এমনটাই জানিয়েছেন নোডাল অফিসার (স্বাস্থ্য) ডাঃ বিমলেশ জোশী। তিনি বলেছেন, "৪১ জন শ্রমিকই সুস্থ রয়েছেন এবং উদ্ধারের পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল দু''বার। চিনিয়ালিসোরের কমিউনিটি হেলথ সেন্টারের ১৮ জন চিকিৎসকের একটি দল মঙ্গলবার রাত থেকে তাঁদের স্বাস্থ্যের ওপর নজর রাখছে। গত রাত থেকে সমস্ত ৪১ কর্মীকে সুষম খাদ্য দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে পনির, সেদ্ধ ডিম, খির, রুটি, শাকসবজি এবং ভাত।
উদ্ধারকাজের শুরু থেকেই তিনি ছিলেন, নানাভাবে সাহায্য করেছেন উদ্ধারকাজে। আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বুধবার বলেছেন, "স্বচ্ছ মন এবং উদার হৃদয় থাকলে যে কোনও কিছুই সম্ভব। অসম্ভবকে সম্ভব করা যায় এবং আমরা এখানে সেটাই করেছি।"
