Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Country

3 years ago

3 yrs imprisonment to HC Gupta : কয়লা বন্টন দুর্নীতিতে এইচ সি গুপ্তার ৩ বছরের জেল, কে এস ক্রোফার দু'বছর কারাদণ্ড

3 yrs imprisonment to HC Gupta
3 yrs imprisonment to HC Gupta

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : নাগপুরের একটি বেসরকারী কোম্পানিকে মহারাষ্ট্রের কয়লা ব্লক বরাদ্দের অনিয়মের একটি কয়লা কেলেঙ্কারির মামলায় প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তাকে ৩ বছরের কারাদণ্ড সাজা দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। পাশাপাশি প্রাক্তন যুগ্ম কয়লা সচিব কে এস ক্রোফাকে দু'বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বিশেষ সিবিআই আদালত। বেসরকারী সংস্থার ডিরেক্টর মুকেশ গুপ্তাকে ৪ বছরের কারাদণ্ডও দিয়েছে আদালত।

২০০৮ সালে অবসর নেওয়ার আগে প্রথম ইউপিএ সরকারের কয়লা সচিব ছিলেন এইচ সি গুপ্তা। একই সঙ্গে ছিলেন কয়লাখনি বণ্টন নিয়ে তৈরি স্ক্রিনিং কমিটির প্রধান। তার কার্যকালেই সারা দেশের ৪০টি কয়লাখনি অবৈধ ভাবে বেসরকারী হাতে তুলে দেওয়ার কেলেঙ্কারি সামনে এসেছিল। যে কারণে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছিল ভারতীয় করদাতাদের। ২০১২ সালে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।

নাগপুরের একটি বেসরকারী কোম্পানিকে মহারাষ্ট্রের কয়লা ব্লক বরাদ্দে অনিয়ম মামলায় গত সপ্তাহেই দোষীসাব্যস্ত হয়েছিলেন প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, কয়লা মন্ত্রকের প্রাক্তন যুগ্ম সচিব কে এস ক্রোফা। অবশেষে সোমবার সাজা ঘোষণা করেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তাকে ৩ বছরের কারাদণ্ড সাজা দিয়েছে আদালত। পাশাপাশি প্রাক্তন যুগ্ম কয়লা সচিব কে এস ক্রোফার দু'বছরের কারাদণ্ডের সাজা হয়েছে।


You might also like!