Country

1 week ago

Terrosist attack: উপত্যকায় জঙ্গি হামলা, শহিদ এক জওয়ান

Militant attack in the valley, one jawan martyred
Militant attack in the valley, one jawan martyred

 

শ্রীনগর, ১২ জুন: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গি হামলার জেরে এক জওয়ানের মৃত্যু হলো। মঙ্গলবার কাঠুয়ায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। বুধবার শহিদ হলেন সেই জওয়ান। কাঠুয়ার সেহাল গ্রামে আহত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান কবীর দাস। দ্রুত তাঁকে পাঠানো হয় হাসপাতালে। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, কাঠুয়ায় হামলার পর থেকে গোটা এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এবং সেনাবাহিনী একযোগে তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশ করেছে এবং সুযোগ বুঝে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তরফে। কাঠুয়ার হামলায় একাধিক জঙ্গি জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।

You might also like!