বসিরহাট, ২২ মে : একজন নামী চিকিৎসকের পরিচয় ও রেজিস্ট্রেশন নম্বর জাল করে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক ভুয়ো চিকিৎসক। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বদরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বসিরহাট ও আমতা থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইন্দ্রনীল বসু, বাড়ি কোচবিহার জেলায়।
অভিযোগ, সে দীর্ঘদিন ধরে ডাঃ ইন্দ্রনীল বোস নামে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় রোগী দেখছিল। এমনকি তার নামেই এমবিবিএস চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ওষুধ দিত এবং চিকিৎসা করত। আসল ডাঃ ইন্দ্রনীল বোস বিষয়টি জানতে পেরে হাওড়ার আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর বৃহস্পতিবার বসিরহাটের ইটিন্ডা রোড সংলগ্ন এক ফার্মেসির চেম্বার থেকে রোগী দেখার সময় হাতেনাতে ধৃত হয় অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নিজের নাম ইন্দ্রনীল বসু বলেই জানিয়েছে এবং প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে চিকিৎসা সংক্রান্ত কোনও বৈধ ডিগ্রি রাখে না। ঘটনার তদন্তে নেমেছে আমতা থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তারা তাকে নিয়ে যায় নিমতা থানায়, যেখানে অভিযোগকারী চিকিৎসক রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও চিকিৎসা সংক্রান্ত আইনভঙ্গের ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রে আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।