West Bengal

1 year ago

Kunal Ghosh on SSC Scam : জীবনের ওঠাপড়া গায়ে না মাখতে বোরোলিন নিয়ে চলেন কুণাল ঘোষ

Kunal goes with Boroline to avoid the ups and downs of life
Kunal goes with Boroline to avoid the ups and downs of life

 

কলকাতা, ৭ আগস্ট : জীবনের ওঠাপড়া গায়ে না মাখতে বোরোলিন নিয়ে চলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শিক্ষক দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলীয় বিধিনিষেধের মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে কুণাল ঘোষ বলেন, “আমি বোরোলিন নিয়ে চলি যাতে জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে।”

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। এদিকে আদালতের নির্দেশে বর্তমানে জেলে দিন কাটছে পার্থর। তবে পার্থর জেল হেফাজতের নির্দেশ আসার পরই তোপ দাগতে দেখা গিয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে । চলতি সপ্তাহের শুরুতেই কুণালকে বলতে শোনা যায়, “পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়।” যা নিয়ে তীব্র চাপানউতর শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এদিকে শনিবার পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে একাধিক প্রশ্ন করা হলে একটাও কথা বলতে চাননি কুণাল। তিনি সাফ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আমি একটি শব্দও বলব না।” সূত্রের খবর, বর্তমানে পার্থ ইস্যুতে কথা বলার জন্য কুণাল ঘোষকে ১৪ দিনের জন্য সেন্সর করেছে তৃণমূল কংগ্রেস। যদিও দলের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। যদিও দলীয় সূত্রে খবর, বর্তমানে ১৪ দিনের জন্য তাঁকে সেন্সর করা হয়েছে। কোনও কোনও মহলের দাবি, ১৪ দিনের জন্য তাঁকে মুখপত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রবিবার নিজের নিজের সুখিয়া স্ট্রিটের বাড়িতে দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় কুণালকে। সেখানে সাংবাদিকরা তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি তাঁর জবাব দেন। তবে সেন্সর নিয়ে বলতে গিয়ে পাল্টা কুণাল ঘোষ বোরোলিন হাতে নিয়ে বলেন, “আমি বোরোলিন নিয়ে চলি যাতে জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। আমি কঠিন দিনের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু আমার সেনাপতি নন, তাঁকে আমি ভালবাসি।”

You might also like!