West Bengal

23 hours ago

Kanti Ganguly: পাথরপ্রতিমা নিয়ে হাই কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চান কান্তি

Kanti Ganguly
Kanti Ganguly

 

দক্ষিণ ২৪ পরগনা, ২ এপ্রিল : পাথরপ্রতিমার ঢালখোলায় বাজি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি হাই কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা হোক বলে দাবি তুলেছেন। পাশাপাশি, তাঁর অনুরোধ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নিক। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাক্তন মন্ত্রীর দাবি, জেলা পুলিশকে দিয়ে তদন্ত করলে হবে না। তাঁর কথায়, “পুলিশ ও প্রশাসন সব জানত। তাই জেলা পুলিশকে দিয়ে তদন্ত করলে ফল শূন্য হবে। হাই কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা হোক।”  সঙ্গে তিনি আরও প্রশ্ন তুলে বলেছেন, “শুনেছি এই কারখানার মালিক আগে আরও একবার গ্রেফতার হয়েছিলেন। তাহলে তারপরও কী করে ব্যবসা করছিল? ব্যবসার কোনও লাইসেন্স ছিল না বলেই শুনেছি। শুধু ট্রেড লাইসেন্স ছিল, যা দিয়ে এই ব্যবসা করা যায় না। দমকল, পলিউশন দফতর-সহ একাধিক দফতরের ছাড়পত্র লাগে। তা কিছুই ছিল না।”

প্রসঙ্গত, বাসন্তী পুজো উপলক্ষ্যে পাথরপ্রতিমার ঢোলাহাট এলাকায় বণিক পরিবার প্রচুর বাজি তৈরি করছিল। কারখানার পাশাপাশি বাড়িতেও মজুত ছিল বাজি তৈরির মশলা। সোমবার রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। তাতেই বিস্ফোরণ। মারা যান পরিবারের ৮জন। তার মধ্যে শিশুরাও রয়েছে। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!