West Bengal

1 year ago

Accident : মুখ্যমন্ত্রীর সভায় আসার পথে পুকুরে বাস পড়ে মৃত ২

bus fell into the pond, dead 2
bus fell into the pond, dead 2

 

গাজোল, ৩১ জানুয়ারি : মঙ্গলবার গাজোল কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় মালদা এবং দুই দিনাজপুরের বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি বিভিন্ন পরিষেবা তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সোমবার রাতে মালদা থেকে উপভোক্তাদের নিয়ে গাজোল কলেজ মাঠে আসছিল একটি বাস। রাত নটা নাগাদ পান্ডুয়া বাসস্ট্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনায় দুজন মহিলার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি এবং অন্য একটি স্কুলের গাড়িকে ধাক্কা মেরে বাসটি পাশের পুকুরে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয় যুবকরা ঘটনাস্থলে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। মুখ্যমন্ত্রীর সভায় নিরাপত্তার জন্য পান্ডুয়া হাইস্কুলে ছিল পুলিশ বাহিনী। পুলিশকর্মীরাও সেখানে আসেন। বাসে প্রায় ৩৫ জন উপভোক্তা ছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে দুজন মহিলার মৃত্যু হয়েছে। বাকিরা কমবেশি আহত হয়েছেন। তাঁদের সকলকে প্রথমে পান্ডুয়া উপস্বাস্থ্যকেন্দ্র এবং পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের দাবি, চালক খুবই জোরে বাস চালাচ্ছিলেন। কয়েকজন যাত্রী সাবধানও করেছিলেন। কিন্তু চালক শোনেনি। যার জেরে পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে বাসটি পুকুরে পড়ে যায়।


You might also like!