বারাকপুর, ১২ মার্চ: ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু বাবু স্ট্রিট থেকে করণ সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই মামলায় কৃষ্ণারাম সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আকাশি রঙের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মুখ, হাত-পায়ে টেপ জড়ানো মৃতদেহ।
রাতেই ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ক্যাব চালককে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, এই নারকীয় কাণ্ডের নেপথ্যে টাকা সংক্রান্ত বিবাদ। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।