West Bengal

1 year ago

Barasat Medical College Hospital : বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য চালু হল টাইপ ওয়ান ডায়াবেটিস পরিষেবা

Barasat Medical College Hospital
Barasat Medical College Hospital

 

বারাসত, ৩১ জানুয়ারি  : মঙ্গলবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস পরিষেবা চালু করা হল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানান বারাসাত হাসপাতালে সুপার সুব্রত মন্ডল। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি সপ্তাহে মঙ্গলবার এই ডায়াবেটিস পরিষেবা চালু থাকবে বলে তিনি জানান।

ডায়াবেটিস পরিষেবা চলাকালীন কোন রোগী যদি অসুস্থ হয়ে পরে সেক্ষেত্রে সেই রোগী সাথে সাথে ইমারজেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হবে। মঙ্গলবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস পরিষেবা চালু করা হল। প্রয়োজনে তাকে ভর্তি করে চিকিৎসা প্রক্রিয়া চালানো হবে।আপাতত প্রতি সপ্তাহে মঙ্গলবার চালু থাকছে এই পরিষেবা,ভবিষ্যতে দিন বাড়ানো হতে পারে বলে জানান সুপার। কলকাতার এসএসকেএম হাসপাতালের সহযোগিতায় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ট্রেনিংয়ের ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটি করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে করা হবে । প্রথম দিনেই সাতজন রোগী এসেছে এই পরিষেবা নিতে। এরমধ্যে চার থেকে পাঁচ জন শিশু রয়েছে।


You might also like!