West Bengal

1 year ago

West Bengal: জাতীয় সড়কে ধুন্ধুমার বেসরকারি পরিবহণ কর্মী ও টোল কর্মীদের মধ্যে

Toll Plaza
Toll Plaza

 

উত্তর দিনাজপুর, ২৮ জানুয়ারি : জাতীয় সড়কের উপরে নবগঠিত টোল প্লাজা থেকে আচমকা টোল চালুর ঘটনা ঘিরে টোল কর্তৃপক্ষ ও বেসরকারি বাস সংগঠনের মধ্যে তুমুল উত্তেজনা হয়। পরবর্তীকালে যা রীতিমতো সংঘর্ষের চেহারা ধারণ করে। অভিযোগ, আগে থেকে কোনও কিছু না জানিয়ে কী ভাবে টোল গ্রহণ শুরু হল? এই নিয়েই উত্তেজনা।


টোলপ্লাজায় আসা বেসরকারি গাড়িগুলি থেকে আচমকা টোল নিতে শুরু করেন কর্মীরা। কিন্তু আগে থেকে কিছু না জানিয়ে কী ভাবে টোলগ্রহণ প্রক্রিয়া শুরু হল? এই নিয়ে প্রতিবাদ জানাতেই কর্মীরা বেসরকারি পরিবহণ কর্মীদের উপরে হামলা চালান বলে অভিযোগ। গোটা ঘটনায় তাঁদের বেশ কয়েক জন আহতও হয়েছেন। ঘটনাস্থলে হাজির হন বেসরকারি বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি বলেন, 'এখনও জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ নয়। তার পরেও হঠাৎ করে টোল নেওয়া শুরু হয়েছে। টোলের যে পরিমাণ ধার্য হয়েছে, তাতে চরম ক্ষতির সম্মুখীন গাড়িচালকরা।' তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামবেন তারা।


অন্য দিকে, পাল্টা বেসরকারি পরিবহণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন টোল কর্তৃপক্ষ। টোলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, একটি স্থানীয় গাড়ি তাঁদের টোল দিতে রাজী না হলে প্রতিবাদ জানান। তার পর ওই গাড়ির আরোহীরাই তাঁদের মারধর করেন। ঘটনায় তাঁদেরও কয়েকজন আহত হয়েছেন বলে পাল্টা দাবি করা হয়েছে।


You might also like!