West Bengal

1 year ago

Mamata Banerjee : অনুষ্ঠানের মাঝেই জেলা শাসককে কড়া ভাষায় ধমক মমতার! তারপর কী হল?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিঙ্গলগঞ্জে যাবেন বলে তিনি নিজে হাতে গত তিন দিন ধরে কেনাকাটা করেছেন, কিন্তু সে সব জিনিস সাধারন মানুষ পান নি জেনে বেজায় চটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সরকারি আধিকারিকদের উপর রাগ করে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে বসেই রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে হাত নেড়ে মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘‘আপনারা বসে থাকুন। আমিও বসলাম।’’ 

মঙ্গলবার হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ভাল মেজাজেই বক্তৃতা করছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বনদেবীর পুজো উপলক্ষে ১৫ হাজার শীতবস্ত্র প্রদান করবেন। কিন্তু সেই শীতের পোশাক চাইতেই মঞ্চে উপস্থিত সরকারি আধিকারিকরা একে অপরের মুখ চাওয়াচায়ি করতে থাকেন। কেউ এক জন বলেন, ‘‘বিডিও অফিসে আছে।’’ এটা শুনেই রেগে যান মুখ্যমন্ত্রী। 

এর পর সরকারি আধিকারিকদের নির্দেশের সুরে মমতা বলেন, ‘‘নিয়ে এসো এখানে। আমি বলছি। কোথায় জিনিসপত্র? কোথায়?’’ মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই বলেছেন, সবার হাতে হাতে এই পোশাক বিতরণ করবেন। প্রশ্ন করেন, কেন বিডিও অফিসে ওই সব পোশাক পড়ে থাকল। তিনি আরো বলেন-‘‘আমি আর মিটিং করব কী! আমি তো ওটাই দিতে এসেছিলাম। শীতকাল, যদি তোমরা ঠিক মতো কাজই না করেন…!’’ এর পর উপস্থিত জনতাকে বসতে বলে নিজেও বসে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, পোশাক না আসা পর্যন্ত ওখানেই বসে থাকবেন।উপস্থিত জনতাকেও অপেক্ষা করতে অনুরোধ করেন। 

মাননীইয়ার ধমকে তৎক্ষনাৎ কাজ হয় এর পর কিছু শীতবস্ত্র আসে। তিনি নিজের হাতে তা তুলে দেন কয়েক জন গ্রামবাসীকে। জানান, পরে বাকি পোশাক বিডিও অফিস থেকে সবার কাছে পৌঁছে যাবে, এবং এ বিষয়ে তিনি নিজে খোঁজ রাখবেন। 

You might also like!