West Bengal

2 months ago

Aadhar Card : আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের পড়ুয়াদের জন্য বিনামূল্যে আধার কার্ড তৈরির ক্যাম্প

Aadhaar card making camp for school students (Symbolic Picture)
Aadhaar card making camp for school students (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুল শিক্ষা দফতরের সমীক্ষা অনুযায়ী রাজ্যের প্রায় ৯ লক্ষ পড়ুয়ার কাছে আধার কার্ড নেই। আধার কার্ড না থাকাতেই বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। এই সকল পড়ুয়াদের আধারকার্ড করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর, রাজ্য জুড়ে ২৭৫ টা ক্যাম্পে আধার কার্ড তৈরি হবে।

প্রত্যেকটা ব্লকে আধার ক্যাম্প তৈরি করা হবে। সেখানেই আধার তৈরির প্রক্রিয়া শুরু হবে। ২৭৫টি সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ধাপে ধাপে প্রক্রিয়া চলবে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ারাই আধার কার্ড তৈরি করতে কোনও ফি লাগবে না। প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের কাজ আপাতত শুরু হয়েছে।

আপাতত প্রত্যেক ব্লকে দুটি করে এনরোলমেন্ট সেন্টার খোলা হচ্ছে। সেখানে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে। প্রয়োজনে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছাত্রের অভিভাবকরা।  বুধবার থেকেই নাম নথিভুক্তকরণের জন্য ক্যাম্প খোলা হচ্ছে। তবে বুধবারের মধ্যেই সব জায়গায় ক্যাম্প খোলা সম্ভব নাও হতে পারে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। তবে আগামী এক-দু’দিনের মধ্যেই সব জায়গায় ক্যাম্প খোলা হয়ে যাবে। সূত্রের খবর ,বেসরকারি সব স্কুলের পড়ুয়াও এই ক্যাম্প থেকে আধার কার্ড করাতে পারবে।

You might also like!