West Bengal

1 month ago

Cooch Behar airport : কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে ৯ আসনের বিমান, সবুজ সংকেত কেন্দ্রের

Cooch Behar airport

 

কোচবিহার, ৩ ফেব্রুয়ারি  : অবশেষে কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে কলকাতাগামী বিমান। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা। ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আপাতত ৯ আসনের ছোট বিমান ওঠা-নামা করবে কোচবিহার বিমানবন্দর থেকে। শুক্রবার এখবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

দেশের ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই দেশের একাধিক ছোট বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের উদ্যোগে। এবার এই তালিকায় সংযোজিত হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের নাম। জানাগেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার কলকাতার মধ্যে শুরু হবে ৯ আসনের বিমান পরিষেবা চালু হতে চলেছে। বিমান সংস্থার এক আধিকারিক অরুন কুমার সিং জানিয়েছেন, কোচবিহার কলকাতার মধ্যে প্রতিদিন চলাচল করবে কোচবিহার থেকে। বিমানের ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। 

You might also like!