Video

3 days ago

Deucha Pachami coal block | ‘বাইরের কাউকে দেউচা-পাঁচামি যেতে দেব না’, সিউড়িতে বিক্ষোভ আদিবাসীদের

 

বীরভূম, সিউড়ি- ডেউচা পাঁচামি কয়লা খনি এলাকায় বহিরাগত প্রবেশ করা যাবে না, এই দাবিতে সিউড়ির রেলস্টেশনে সিলিকোসিস কো-অডিনেশনের লোকজনদের ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। সিলিকোসিস কো-অরডিনেশন কমিটির পক্ষ থেকে ডেউচা পাঁচামীর যাওয়ার কথা ছিল 40 থেকে 50 জনের একটা টিমের। আজ সিউড়ি স্টেশনে নামতেই সেই টিমের লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়লা খনি এলাকার আদিবাসী লোকজন। তাদের অভিযোগ বহিরাগত লোকজন এখানে আসছে এবং ডেউচাপাচামির কয়লা শিল্পকে নষ্ট করার কাজ করছে এবং আদিবাসীদের ভুল বোঝাচ্ছে। যদিও ওই সংগঠনের সদস্যদের দাবি তারা শিল্পের পক্ষে, তারা শিল্প বিরোধী নয়। কিন্তু শিল্প হলে কি কি রোগ হতে পারে, সিলিকোসিস ছড়াতে পারে কিনা। লিকোসিস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই সমস্ত কিছু আদিবাসীদের বোঝানোর জন্যই তারা যাচ্ছিলেন। সিউড়ি রেলস্টেশন চত্বর থেকে এই সংগঠনের লোকজন এখনো বের হতে পারেননি। তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী মানুষেরা।

You might also like!