আগরতলা, ৬ ফেব্রুয়ারি : রেগা প্রকল্পে বকেয়া মজুরির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে দিলেন তিপ্রা মথার কর্মী সমর্থকরা৷ মঙ্গলবার সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে হেজামারা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ব্লক অফিসে তালা দেওয়ার পাশাপাশি রাস্তা অবরোধ আন্দোলনও সংগঠিত করা হয়েছে৷ এতে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে৷
তিপ্রা মথার নেতা তথা এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে বকেয়া মজুরির জন্য বহুবার হেজামারা ব্লক অফিসে গিয়ে শ্রমিকরা বিডিওর সাথে কথা বলছেন৷ মহকুমাশাসককে জানানো হয়ছে৷ প্রত্যেক পদস্থ আধিকারিকদের বক্তব্য, টাকা নেই৷
দেববর্মার প্রশ্ন, যদি টাকা–ই না থাকে, তা–হলে কাজ করিয়েছেন কেন? কেন শ্রমিকদের হয়রানি করা হচ্ছে? অবিলম্বে বকেয়া মজুরি দিয়ে দেওয়ার দাবি জানান রবীন্দ্র দেববর্মা৷ সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত মজুরি মিটিয়ে দেওয়া না হয়, তা–হলে আজ শুধু ব্লক অফিসে তালা দেওয়া হয়েছে, আগামীদিনে এখানে আরও অনেক কিছুই হবে৷
এদিকে, এদিন পথ অবরোধ করেন তিপ্রা মথার কর্মী–সমর্থকরা৷ ফ্লেক্স ফ্যাস্টুন এবং প্ল্যা কার্ড নিয়ে মথার কর্মী–সমর্থকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এক সময় কর্মী–সমর্থকরা তালা ঝুলিয়ে দেন ব্লক অফিসের প্রধান ফটকে৷ শ্রমিকদের তরফে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন এডিসি ভিলেজ ১৫দিন কিংবা ২০দিনের কাজ করানো হয়েছে৷ কিন্তু, মজুরি দেওয়া হচ্ছে না৷ অবিলম্বে মজুরি প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷