Tripura

5 days ago

Chief Minister Professor (Dr.) Manik Saha: কর্পোরেটর ও কাউন্সিলরদের সান্মানিক ভাতা প্রদান নিয়ে ত্রিপুরা সরকার চিন্তা করছে,মুখ্যমন্ত্রী

Chief Minister Professor (Dr.) Manik Saha
Chief Minister Professor (Dr.) Manik Saha

 

আগরতলা, ২৭ মার্চ : পুর নিগমের কর্পোরেটর ও পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের সান্মানিক ভাতা প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দীপক মজুমদারের এক প্রশ্নের উত্তরে একথা জানান নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলির পর এবার আগরতলা পুর নিগমের কর্পোরেটর সহ বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের সান্মানিক ভাতা প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক দীপক মজুমদার কর্তৃক আনিত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান ,বিষয়টি নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী এই আশ্বাস প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আগরতলা বিধায়ক দীপক মজুমদার। প্রসঙ্গত, ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশনে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর চলতি বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির নির্বাচিত সদস্যদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এরপর পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বেতন ভাতা প্রদানের বিষয়েও রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

You might also like!