আগরতলা : রাজধানী আগরতলা শহরে চোরের দৌরত্ম্য। বাড়ি ঘরে চোরের হানা তো নিত্যদিনের ঘটনা। এমনকি সরকারী সম্পত্তিতেও হাত লাগাচ্ছে চোরের দল। আগরতলা স্মার্ট সিটির বেশ কিছু ব্যাটারি চুরি হয়েছিল কয়েকদিন আগে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়ে শেষ পর্যন্ত তিন যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চারটি ব্যাটারি।
পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের আরোও কয়েকজনের নাম জানা গিয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না। তবে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বাজারের দোকানে চুরির পাশাপাশি বাড়িঘরেও চুরি হচ্ছে। জানা গিয়েছে, আগরতলার বাইরে থেকে কিছু যুবক এখানে এসে ভাড়া বাড়িতে থেকে চুরি সংগঠিত করছে। শুধু চুরি নয় ছিনতাইয়ের মতো ঘটনাও সংগঠিত করছে। এক্ষেত্রে বাড়ির মালিকদের আরও বেশী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যে যাদেরকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে তাদের পরিচয় ও নানা ধরনের নথিপত্র যাচাই করা। সন্দেহ হলে প্রয়োজনে পুলিশকে অবহিত করা।