আগরতলা : রাজধানী আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শারদোৎসব উপলক্ষ্যে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে টিএসআর জওয়ান। প্রতি বছর পুলিশ প্রশাসনের তরফে আগরতলা শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। তাছাড়া পুলিশের পদস্থ আধিকারিকরাও নজরদারি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার সহ একাধিক এসডিপিও শহরে বিশেষ অভিযান চালায়।
পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, শারদোৎসব পর্যন্ত শহরে পুলিশের বিশেষ অভিযান চলবে। মূলত, মদ্যপ অবস্থ্যায় দ্বিচক্রযান কিংবা অন্যান্য যানবাহন যারা চালান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ট্রাফিক বিধি লঙ্ঘন করে যারা যাতায়াত করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তাছাড়াও শহরের সার্বিক নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যেই বিশেষ অভিযান চালাবে পুলিশ। সেই সাথে বিভিন্ন এলাকায় পুলিশ যানবাহনে তল্লাশি চালাবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এদিকে, শহর আগরতলা ও আশেপাশের এলাকায় যেসব দুর্গাপূজা হচ্ছে সেখানেও পুলিশ প্রশাসনের তরফে পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি আগরতলায় বিভিন্ন স্থানে পুলিশের তরফ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ সুপার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইন অমান্য না করার জন্য। যাতে পুজোর আনন্দ সকলে উপভোগ করতে পারেন সেদিকে প্রত্যেকের নজর রাখা প্রয়োজন।