আগরতলা, ২৪ ডিসেম্বর : রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সতর্কতা ও জনসচেতনতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব।সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের বৈঠকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
বৈঠকে পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমিয়ে আনতে সরকার জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার, ইন্টারসেপ্টার ভেহিক্যাল ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ লোকেদের দ্রুত চিকিৎসায় এগিয়ে আসা সাহায্যার্থীদের ৫ হাজার টাকা গুড সামারিটান পুরস্কারের সংস্থান রয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যের ২৫টি কলেজে সহসাই সড়ক সুরক্ষা, ভোক্তা সুরক্ষা, মাদক ব্যবহারের কুফল সম্পর্কিত বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। পরিবহন, খাদ্য এবং স্বারাষ্ট্র দপ্তরের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
প্রসঙ্গত, এদিনের বৈঠকে পূর্তদপ্তরের সচিব কিরণ গিত্যে, পরিবহন দপ্তরের সচিব সি কে জমাতিয়া, ডিআইজি মনচক ইল্লার, ট্রাফিক পুলিশের সুপার মানিক দাস, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।