Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Tripura

1 year ago

Tripura:পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনা কেন্দ্র পরিদর্শন রিটার্নিং অফিসারের

District Magistrate of West Tripura district. Vishal Kumar
District Magistrate of West Tripura district. Vishal Kumar

 

আগরতলা  : ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা৷ ত্রিপুরার দুটি আসনেও ওইদিন ভোট গণনা করা হবে৷  পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার আগরতলায় উমাকান্ত অ্যাকাডেমির গণনা কেন্দ্র পরিদর্শন করেছেন৷

পরিদর্শন শেষে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার জানিয়েছেন, যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ উমাকান্ত অ্যাকাডেমিরে গণনা কেন্দ্রে মোট ১৪টি কাউন্টিং হল থাকবে৷ এর মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনাও হবে৷ প্রায় ১৫০টি টেবিলে হবে গণনা৷

তিনি আরও জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অধীন ৩০টি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ সাতটি জায়গায় হবে গণনা৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থীদের জন্য যাঁদেরকে কাউন্টিং এজেন্ট নিযুক্ত করা হয়েছে তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ সেই সাথে গণনাকর্মীদের প্রশিক্ষণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে৷

রিটার্নিং অফিসার ড. বিশাল কুমার আরও জানিয়েছেন, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে গণনা কেন্দ্রে৷ প্রথমে থাকবে ত্রিপুরা পুলিশ, তার পর টিএসআর এবং গণনা কেন্দ্রের বাইরে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ সেই সাথে কিছু স্পর্শকাতর এলাকা চিহ্ণিত করা হয়েছে৷ সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্যান্য গণনাকেন্দ্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ রিটার্নিং অফিসারের দাবি, আগামী ৪ জুন রাজ্যের দুটি লোকসভা আসনের ভোটগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে৷

You might also like!