আগরতলা : ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে সিপিআইএম প্রার্থীদের সরাসরি সমর্থন জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সমর্থনের কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা।
তৃণমূল কংগ্রেস দল ছেড়ে কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতা নীলকমল সাহা ও যুবনেতা দেবব্রত দেব। তাদেরকে দলে বরণ করে নেন বিধায়ক সুদীপ রায় বর্মনসহ প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিনের এই যোগদান পর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা।
তিনি বলেন, বিজেপিকে পরাস্ত করার জন্য ইন্ডিয়া জোট ক্রমশ শক্তিশালী হচ্ছে। আর এই জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই রাজ্যে অনুষ্ঠিত দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় না থাকলেও পরোক্ষে রয়েছে। তাই বিজেপিকে পরাস্ত করতে ও ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে জোট প্রার্থীদের সমর্থন জানিয়েছেন তিনি। একই সাথে এদিন তিনি আসন্ন উপ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সমন্ত্রিসভার প্রায় সব সদস্য যেভাবে এই দুই কেন্দ্রে ঘাঁটি গেরেছেন এতে করে রাজ্যের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে বলে সমালোচনা করেন আশীষ কুমার সাহা।