Tripura

11 months ago

N. Indrasena Reddy: প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতের স্বপ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকেই তৈরি হবে : ত্রিপুরার রাজ্যপাল

N. Indrasena Reddy
N. Indrasena Reddy

 

আগরতলা  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকেই তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে ওঠার পথে এগিয়ে চলছে।  ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১২–তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এ কথা বলেন।

রাজ্যপাল আরও বলেন, পৃথিবীর যে কোনও সমস্যায় বিশ্ববাসী আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই দেশ আজ এই জায়গায় পৌঁছেছে। রাজ্যপাল শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভারতের সমৃদ্ধ সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষা পদ্ধতিকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠানে পিএইচ.ডি প্রাপক, পোস্ট গ্র্যাজুয়েট ও পদক বিজেতাদের অভিনন্দন জানান রাজ্যপাল।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং, উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশের শিক্ষা ব্যবস্থায় এক আমুল পরিবর্তন এসেছে। গুণগতমান সম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য ন্যায়সম্পন্ন ও প্রাণবন্ত শিক্ষণ সমাজ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি সেন্টার পদ্ধতি চালু করার পরামর্শ দেন।

You might also like!