দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীপুর মণ্ডীলের অধীনে সমস্ত দলীয় প্রার্থীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন মন্ত্রী টিংকু রায়। চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে এই সাংগঠনিক বৈঠকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিজেপি দলের প্রার্থী এবং ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী সহ চণ্ডীপুর মণ্ডলের প্রতিটি বুথের বুথ সভাপতি এবং মণ্ডলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্বলন করে সাংগঠনিক বৈঠকের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যামকুমার সিনহা, বিজেপির ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল কর, ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী শ্যামল দাস, বাবুলাল সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, ৫২ নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন ১৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিতে ১টি আসন। এই ১৮টি গ্রাম পঞ্চায়েতের সব আসনেই বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও বিরোধী দল ৩০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি।
সাংগঠনিক বৈঠকের আগে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রার্থীদের নিয়ে এই সাংগঠনিক বৈঠকে দলীয় বিভিন্ন রনকৌশল তৈরি করা হবে এবং আগামীদিনে ভোটের প্রচারে কী কী কৌশল অবলম্বন করা হবে তা নিয়ে আলোচনা হবে। বিগত পাঁচ বছরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সরকারের বিভিন্ন স্কীমে যেভাবে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে তার নিরিখেই পুনরায় মানুষ বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে মন্ত্রী টিংকু রায় আশা প্রকাশ করেন।