Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

4 months ago

Road blocked at Barmura: বিভিন্ন দাবিতে বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধ আত্মসমর্পণকারী জঙ্গিদের

Road blocked at Barmura
Road blocked at Barmura

 

তেলিয়ামুড়া, (ত্রিপুরা), ২৪ ফেব্রুয়ারি : পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার অসম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ আন্দোলন সংগঠিত করলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা৷ জাতীয় সড়কের বড়মুড়ায় তারা অবরোধ আন্দোলন গড়ে তুলেন৷ আত্মসমপর্ণকারী জঙ্গিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অবরোধে শামিল হয়েছেন৷

আত্মসমপর্ণকারী জঙ্গিদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল এর ড্যানিয়েল গোষ্ঠীর এক সদস্য জানিয়েছেন, বহু আত্মসমপর্ণকরী জঙ্গি রয়েছেন যারা এখনো আত্মসমর্পণ চুক্তি মোতাবেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ অর্থনৈতিক কোন সাহায্য তাদের দেওয়া হয়নি৷ পাশাপাশি অনেকের নামেই এখনো মামলা চলছে৷ যদিও চুক্তি মোতাবেক মামলা প্রত্যাহারের কথা রয়েছে৷ ঘর-বাড়ি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা চুক্তিতে উল্লেখ থাকলেও তা বাস্তবায়িত করা হয়নি৷ তাই অবিলম্বে এই সব সমস্যা নিরসনের দাবিতে এদিন তারা সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷

জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর সংখ্যায় যানবাহন সেখানে আটকে পড়ে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ পুলিশ প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য৷


You might also like!