Breaking News
 
এসআইআর ঘোষণার আগে বড় রদবদল, দশ জেলাশাসক-সহ ১৭ জন আমলাকে বদলি করল রাজ্য প্রশাসন Bangladesh: পাক জেনারেলকে উপহার দেওয়া মানচিত্রে কেন ভারতের ‘৭ বোন’? ইউনুসের কীর্তিতে ফের কূটনৈতিক তরজা! Shantanu Thakur:এসআইআর-এর মধ্যেই CAA অস্ত্র শান্তনুর হাতে, মতুয়া ভোট নিয়ে বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বেগ? Howrah Municipal Corporation:হাওড়ার মুখ্য পুরপ্রশাসকের হঠাৎ পদত্যাগের ইচ্ছা! ফিরহাদকে চিঠি দিয়ে কারণ জানালেন 'ব্যক্তিগত সিদ্ধান্ত' Chief Justice of India:কেন্দ্রকে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন CJI গাভাই, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি Bihar:তেজস্বীর প্রতিশ্রুতির জবাব! উপমুখ্যমন্ত্রী সম্রাটের কড়া আক্রমণ: "লালুকে চোর হিসাবেই জানে বিহার"

 

Tripura

1 year ago

Minister Sudhanshu Das: পরিশ্রম আর সততাই হল সাফল্যের মূল চাবিকাঠি : মন্ত্রী সুধাংশু দাস

Minister Sudhanshu Das
Minister Sudhanshu Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  পরিশ্রম আর সততাই হল সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমান প্রতিযোগিতার যুগে কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসেনা। পরিশ্রম করেই নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।

তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস লেখাপড়ার সাথে সাথে দক্ষতা উন্নয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের সেবামূলক কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে সততা, সাহস, নিষ্ঠা থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক বিনয়ভূষণ দাস, বিধায়ক যাদবলাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে দার্লং, সমাজসেবী কাজল দাস, সমাজসেবী বিবেকানন্দ ভট্টাচার্য প্রমুখ।মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে বৃক্ষরোপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

You might also like!