Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura :উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর

Governor Indrasena Reddy Nallur
Governor Indrasena Reddy Nallur

 

উদয়পুর (ত্রিপুরা)  : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ শুক্রবার উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি সপরিবারে মায়ের পুজো দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করেন।

প্রসঙ্গত, রাজ্যপাল এদিন সকালে উদয়পুর এসে পৌঁছালে গোমতি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা তাঁকে স্বাগত জানান। উদয়পুর সার্কিট হাউসে রাজ্যপালকে গোমতি জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

উল্লেখ্য, রাজভবনের দরবার হলে ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শপথ গ্রহণ করেন গতকাল বৃহস্পতিবার। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অন অনার দেওয়া হয়।

শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা ও তাঁর সরকারের সহযোগিতা নিয়ে তিনি রাজ্য প্রশাসনে স্বচ্ছতা, ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

You might also like!