উদয়পুর (ত্রিপুরা) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ শুক্রবার উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি সপরিবারে মায়ের পুজো দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রসঙ্গত, রাজ্যপাল এদিন সকালে উদয়পুর এসে পৌঁছালে গোমতি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা তাঁকে স্বাগত জানান। উদয়পুর সার্কিট হাউসে রাজ্যপালকে গোমতি জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
উল্লেখ্য, রাজভবনের দরবার হলে ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শপথ গ্রহণ করেন গতকাল বৃহস্পতিবার। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অন অনার দেওয়া হয়।
শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা ও তাঁর সরকারের সহযোগিতা নিয়ে তিনি রাজ্য প্রশাসনে স্বচ্ছতা, ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।